সবাই সতর্ক থাকুন, আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে : দক্ষিণ জেলা শাসক

আগরতলা, ২৪ আগস্ট: সবাই সতর্ক থাকুন, নিরাপদ স্থানে আশ্রয় গ্ৰহন করুন। আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দক্ষিণ জেলা শাসক স্মিতা মল।

এদিন তিনি আরও বলেন, গত চারদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ জেলাতে বন্যায় বিধ্বস্ত এলাকা, যোগাযোগ ব্যাবস্থা, কৃষিজ ফসল, আরো বিভিন্ন তথ্য তুলে ধরেন।  রাজ্যের মধ্যে শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৪৪৩.২ মিলিলিটার। গৌমতি জেলার পর সবচেয়ে বেশি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ জেলার বিলোনিয়া,শান্তির বাজার ও সাব্রুম মহকুমায় বলে জানান জেলা শাসক। 

এদিন তিনি আরও বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এর মধ্যে দক্ষিণ জেলাতে ১৫জনের মৃত্যুর হয়েছে। শান্তির বাজার মহকুমাতে দশ জন ও বিলোনিয়া মহকুমাতে পাঁচ জন। আরো বাড়তে পারে। যদিও বা এখনো রিপোর্ট সংগ্ৰহের কাজ চলছে। এছাড়া বাড়িঘর ধ্বংস, অঙ্গনওয়াড়ি, স্কুল ব্লিডিং, কৃষিজমি, ফিসারি ফ্রাম, বিদ্যুৎ পরিবাহী, জল সরবরাহ ব্যবস্থা সহ যোগাযোগ ব্যাবস্থাও ক্ষতিগ্রস্তের প্রাথমিক পরিসংখ্যান তুলে ধরেন। মহকুমার বিভিন্ন আরডি ব্লকের আধিকারিকরা রিপোর্ট সংগ্ৰহ করছে। রিপোর্ট সংগ্ৰহের কাজ শেষ হলে বোঝা যাবে ক্ষতির পরিমাণ কতটুকু দক্ষিণ জেলাতে বন্যায় কারনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *