নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ২২ আগস্ট: আরজিকর মেডিকেল কাণ্ডের ঘটনায় এবার মাঠে নামলো ফটিকরায় বিধানসভার এমড়াপাশা এলাকার গ্রামীণ মহিলা। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে একটি মিছিল করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
কোলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুনি চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন স্থানের পাশাপাশি এবারে তরুনী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে রাস্তায় রাজ্যের ফটিকরায় বিধানসভার গোটা এমড়াপাশা এলাকার গ্রামীন মহিলারা।
বৃহস্পতিবার তারা একজোট হয়ে বিভিন্ন প্লে-কার্ড হাতে নেমেপড়েন রাস্তায়। মিছিলে সামিল হয়ে দোষীদের শাস্তির দাবিতে এদিন স্লোগান তুলতে দেখাযায় স্থানীয় স্কুল পড়ুয়াদেরকেও। ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা।

