নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: গত তিনদিন আগে বন্যায় ধলাই নদীর ভাঙ্গনে দক্ষিন মানিক এরারপাড় বিস্তৃর্ন এলাকার বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এরার পাড় এলাকার গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিয়ে রাত কাটাতে হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ, এনএইচআইডিসিএল- এর অধীনে সাউ কনস্ট্রাকশন ২০৮নং জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মিত করার কাজের দরুন ধলাই নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। আগামী দিনগুলিতে আরো ভয়াবহ রূপ নিয়ে গ্রামটি নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রামবাসীরা জানান, ২০৮ নং জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মান করার সময় ধলাই নদী একাংশ বাঁধ দিয়ে কাজ শুরু করা হয়। এলাকার অভিজ্ঞ ঠিকাদার সহ গ্রামবাসীরা সেতু নির্মাণকালে বাধা দেন। এবং লিখিত অভিযোগ জানান কমলপুর মহকুমা শাসক ও ধলাই জেলার ডিএম এর নিকট।
লাভের লাভ কিছু হয়নি। গ্রামবাসীরা ওই সময় আশ্বাস ছাড়া কিছুই পায়নি। কিন্তু, সাউ কনস্ট্রাকশন তার নির্মাণ কাজ চালিয়ে যান। আজ এরার পাড় গ্রামবাসীরা এর খেসারত দিচ্ছে। গত তিনদিন আগে বন্যায় এরার পাড় গ্রামবাসীদের বাড়ি ঘর, জমি, মূল্যবান গাছ সব নদী গর্ভে চলে গেছে। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারন, আবার যদি অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে এরার পাড় ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে।

