আগরতলা, ২২ আগস্ট: রাজধানী আগরতলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। জনগনকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বৃষ্টি থেমে নেই। এর আগে ত্রিপুরায় এভাবে বৃষ্টিপাত হয়নি। গোটা রাজ্যের সবকটি নদী মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে। জলস্তর সতর্কসীমা পেরিয়েছে।
এদিন তিনি আরও বলেন, আজ সকালেও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ-এর টিম রাজ্যে এসেছে। পাশাপাশি, উদ্বার কাজের জন্য দুটি হেলিকপ্টার ও নৌকার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস মিলেছে। তাই জনগণকে আতঙ্কিত না হতে আবেদন জানিয়েছেন তিনি।

