জম্মু ও কাশ্মীর গত পাঁচ বছর ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে : মেহবুবা মুফতি

শ্রীনগর, ২১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীর গত পাঁচ বছর ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, পরিস্থিতি এমন যে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কেউ দেখায় না কিন্তু এমনটা আছে।জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে পিডিপি-তে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, এই পরিস্থিতিতে লোকজন যখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তাঁরা আমাদের দলকে শক্তিশালী করছেন, ফলস্বরূপ জম্মু ও কাশ্মীরের জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *