বর্ধমান, ২১ আগস্ট (হি. স.) : বর্ধমানে পুকুর থেকে উদ্ধার বছর চব্বিশের নিখোঁজ যুবকের দেহ । মৃতের নাম শানু মাইতি (২৪)। বাড়ি মেমারি থানার শ্রীধরপুর গ্রামের মাইতিপাড়ায়।বুধবার স্থানীয় বাসিন্দারা জলে দেহ ভাসতে দেখে মেমারি থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের পরিবার সূত্রে খবর, শানু দু’দিন ধরেই নিখোঁজ ছিল। সোমবার রাত্রিবেলা বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। এরপর দু’দিন নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে দেহ পাঠিয়েছে।