সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের জওয়ানরা

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ২০ আগস্ট: জম্পুইজলা মহকুমার হীরাপুরে ২০২৩ সালের ২০ আগস্ট সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয়েছিলেন ২০ জন টিএসআর জওয়ান। আজকের দিনে হিরাপুরে নিহত টিএসআর জওয়ানদের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সপ্তম ব্যাটেলিয়ানের আধিকারিক সহ অন্যান্য জওয়ানরা।

একটা সময় ছিল এই ত্রিপুরা রাজ্য অশান্ত ছিল। উগ্রপন্থী নামধারী হায়নাদের তাণ্ডবে তাদের বারুদের গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। এই অশান্ত ত্রিপুরা রাজ্যকে শান্ত করার জন্য ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য ত্রিপুরা স্টেট রাইফেলের ভূমিকা ছিল অপরিসীম। উগ্রপন্থী নামধারী হায়নারা অবিচারে রাজ্যের নিরীহ মানুষকে অপহরণ খুন এমনকি অপহরণ করে মুক্তিপণ আদায় করার মতো ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত হয়েছিল।

তখন টিএসআর তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ত্রিপুরা রাজ্যকে শান্ত করার জন্য নির্দ্বিধায় আত্ম বলিদান দিয়ে এ রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে এনেছিল। ২০০২ সালের ২০আগস্ট এমনই একদিনে জম্পুইজলা মহকুমার হীরাপুর  সপ্তম বাহিনী টিএসআর এর মোট ২০জন জোয়ানকে এই উগ্রপন্থী নামধারী হায়নারা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। ছিনিয়ে নিয়েছিল তাদের হাতের রাইফেল।

এই ২০জন টিএসআর জোয়ানের স্মরণে হিরাপুর এই স্থানেই ২০জন শহীদের নামাঙ্কিত শহীদ বেদী তৈরি করে টিএসআর সপ্তম বাহিনীর পক্ষ থেকে।২০০৩ সাল থেকে আজকে পর্যন্ত প্রত্যেক বৎসর এই স্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদান দিবস পালন করে আসছে টিএসআর ৭ ব্যাটেলিয়ান। এ বছরও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে এই ২০ জন টি এস আর জোয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদান দিবস পালন করেন টিএসআর সপ্তম বাহিনীর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *