নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। কথাবার্তার পর দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সম্মানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর-ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।