নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল আগরতলার হাপানিয়া হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশেষে অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় শাস্তি প্রদান করা হল অভিযুক্তকে।
ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার হাপানিয়া হাসপাতালে চিকিৎসা করানোর নাম করে এক ব্যক্তি আসে। তাকে ইমারজেন্সি ওয়ার্ডে নিয়ে গেলে সে একজন চিকিৎসা কর্মীকে হুমকি দিতে থাকে প্রথমে ধর্ষণ করবে তারপর খুন করবে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে থাকা সমস্ত পুরুষ এবং মহিলা চিকিৎসা কর্মীরা তাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা সোমবার গভীর রাতে আগরতলার হাঁপানিয়া হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।