আগরতলা, ২০ আগস্ট: টানা বর্ষণে ত্রিপুরার একাধিক জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিম জেলায় ৯টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। এই শিবির গুলিতে ১০০ জন আশ্রয় নিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।
এদিন তিনি বলেন, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাওড়ার নদীর জল। ফলে মানুষের বাড়ি ঘর জলমগ্ন। তাঁদেরকে ত্রান শিবিরে নিয়ে যেতে প্রসাশনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাঁর কথায়, ভারী বৃষ্টির ফলে আগরতলা শহরের বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি, চন্দ্রপুরের মতো নিম্নাঞ্চল গুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হাওড়া নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। নিরুপায় হয়ে মানুষ আশ্রয় নিচ্ছেন শরণার্থী শিবিরে।