আগরতলা, ১৭ আগস্ট: দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘটে সামিল হয়েছেন। কলকাতার আর.জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসক’কে ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়ছে। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। শনিবার সকালে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বন্ধের সমর্থন জানিয়ে চিকিৎসকেরা কর্মবিরতিতে শামিল হয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে তাদের নিরব বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এম.ও.আই.সি চিকিৎসক শাশ্বতী মজুমদার বলেন,, আমরা ও.পি.ডি বন্ধ রেখে শুধুমাত্র ইমারজেন্সি পরিষেবা চালু রেখেছি। আমরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয় পাচ্ছি, আমরা কি প্রকৃতপক্ষেই সুরক্ষিত! তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।