আগরতলা, ১৭ আগস্ট: তিন লক্ষাধিক টাকার সোনার জিনিস পেয়ে ফেরত দিলেন অটো চালক। এর মধ্য দিয়ে তিনি সততার অনন্য মজির স্থাপন করলেন। এখনো ভালো মানুষ আছে তা আরেকবার প্রমাণ করে দিলেন সুজিত সরকার নামে এক অটো চালক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, তার অটো করে এক মহিলা ধলেশ্বর থেকে এনআইটি যাওয়ার পথে মহিলার ব্যাগ ফেলে দিয়ে চলে যায় । কিন্তু অটোচালক সুজিত বাবু সততার প্রমাণ দিয়ে ওই ব্যক্তিকে পূর্ব আগরতলা থানায় নিয়ে আসে এবং তার মধ্যে প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণের জিনিস রয়েছে যেগুলো ফিরিয়ে দেওয়া হয় মালিকে।
সেই বিষয় নিয়েই আজ পূর্ব থানার পুলিশ সুজিত সরকার ও তার স্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিস মহিলারা হাতে তুলে দেওয়া হয়।