আর জি কর-কাণ্ডে মুখ খুললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ ফুঁসছেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বুধবারও আর জি কর হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর। কর্মবিরতি চলছে পশ্চিমবঙ্গের আরও অনেক হাসপাতালে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন রাজ্যে এদিনও ডাক্তারদের বিক্ষোভ ও প্রতিবাদ জারি রয়েছে। প্রতিক্রিয়া আসছে রাজনৈতিক মহল থেকেও। এবার এই আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।

তিনি সোশ্যাল মিডিয়ায় বুধবার লেখেন, কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনায় হতবাক গোটা দেশ। যেভাবে তার বিরুদ্ধে নৃশংস ও অমানবিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। নির্যাতিতাকে বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকেন, তাহলে অভিভাবকরা কোন ভরসায় তাদের মেয়েকে বাইরে পড়তে পাঠাবেন? নির্ভয়া-র ঘটনার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ? হাথরাস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা মহিলাদের ওপর বেড়ে চলা এই ধরণের ঘটনার বিষয়ে প্রতিটি দলকে একসাথে গুরুত্ব সহকারে আলোচনা করে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।  অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে।