লুটেরা ‘কর্পোরেট ভারত ছাড়ো’ – সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: সংযুক্ত  কিষান মোর্চার, সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে লুটেরা ‘কর্পোরেট ভারত ছাড়ো’ কর্মসূচি পালন করা হয় আজ। রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের এই বিক্ষোভ মিছিল সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কর বলেন, গত ৯ আগস্ট এই সারা দেশ ব্যাপী সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আহবান করা হয়েছিল। কিন্তু কোনো এক কারনে ওইদিন রাজ্যে এই কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। তাই আজকে এই বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে।

তিনি আরো বলেন, এই কর্পোরেটরা একাধারে যেমন কৃষি ও কৃষক বিরোধী অন্যদিকে শ্রমিক, ছাত্র,যুবদের স্বার্থ বিরোধী যারা কেন্দ্র সরকারের মদতপুষ্ট। কেন্দ্রীয় বাজেটে এবারও তার প্রতিফলন ঘটেছে। এর প্রতিবাদেই আজ সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।