ভারতের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল

মুম্বই, ১৪ আগস্ট (হি.স.): বাংলাদেশ সিরিজ থেকেই ভারতের নতুন বোলিং কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার মর্নি  মর্কেল। বুধবার   বোর্ড সচিব জয় শাহ এ খবর জানিয়েছেন।দেশের অন্যতম সেরা পেসার জাহির খানকে বোলিং কোচ নিয়োগ করার কথা ভাবছিল বিসিসিআই। জাহির খানের পাশাপাশি আরও দু-একজনের নাম নিয়ে আলোচনা চলছিল। কিন্তু গম্ভীর চাইছিলেন মর্কেলকেই। সেই টানাপড়েনের মধ্যে মর্নি মর্কেলকেই বেছে নেওয়া   হল। উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে অস্থায়ীভাবে বোলিং কোচের দায়িত্বে ছিলেন সাইরাজ বাহুতুলেকে।