বারাণসীতে ১৭ আগস্ট পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

বারাণসী, ১৪ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১৭ আগস্ট বারাণসীতে পর্যালোচনা বৈঠক করবেন। তিনি শনিবার একদিনের সফরে বারাণসীতে যাচ্ছেন। জানা গেছে, সেখানকার সার্কিট হাউসে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করবেন। এর পর অলিম্পিয়ান ললিত উপাধ্যায়কে সম্মাননা জানাবেন তিনি।  

কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পুজোর পাশাপাশি বারাণসীতে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পগুলিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিদর্শন করতে পারেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আসার ইঙ্গিত পেতেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *