নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে বুধবার অল ত্রিপুরা গভমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এদিন মোমবাতি নিয়ে নৃশংস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা।বিশিষ্ট চিকিৎসক কনক চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা নেক্কারজনক। সভ্য সমাজে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিনের এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন চিকিৎসক।