লঙ্গাই রেলস্টেশনে করিমগঞ্জ লায়ন্স ক্লাবের স্বাস্থ্য শিবির

করিমগঞ্জ (অসম), ১৩ আগস্ট (হি.স.) : লায়ন্স ক্লাব করিমগঞ্জ ও লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ এবং লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ ফ্রন্টলাইন-এর উদ্যোগে করিমগঞ্জ লঙ্গাই রেলওয়ে স্টেশনে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের সভাপতি সঞ্চয়িতা দেবের স্বাগত ভাষণে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সঞ্চয়িতা বলেন, লঙ্গাই এলাকায় বন্যার পর মানুষের যে শারীরিক রোগের প্রাদুর্ভাব হয়েছে, তা দূর করতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। তিনি স্বাস্থ্য শিবিরে যে সকল ডাক্তার এবং টেকনিশিয়ান উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসা করেছেন তাঁদের কৃতজ্ঞতা জানান।শিবিরে লায়ন্স ক্লাব অব ফ্রন্টলাইন-এর সভাপতি অসীম নাথ এই স্বাস্থ্য শিবির সফল করতে যাঁরা উপস্থিত হয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিবিরের প্রকল্প-অধিকৰ্তা ডা. শেওয়ালি কলিতা বলেন, তাঁরা যতটুকু সম্ভব রোগীদের সেবায় নিয়োজিত হবেন। চিকিৎসকদের মধ্যে শিবিরে উপস্থিত ছিলেন ডা. শুভশ্রী দত্ত, ডা. কৌস্তুভ সিনহা। শিবিরে ১০৮ জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। তাঁদের প্রত্যেককে ক্লাবের তরফ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এবং টেকনিশিয়ান কৰ্তৃক ব্লাড সুগার ও প্রেশার পরীক্ষা করা হয়। বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত চলেছে শিবির। শিবিরে লঙ্গাই স্টেশন মাস্টার এবং ক্লাব সদস্য রিমু দেব সর্বতোভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ক্লাবের জনসংযোগ পদাধিকারী শিখা দে জানান, আজকের শিবিরে লায়ন্স ক্লাব অব করিমগঞ্জের পক্ষ থেকে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা ক্লাবের সম্পাদক নরেন্দ্র বণিক, জগদীশচন্দ্র বণিক, সন্তোষকুমার জৈন, বিজয়কুমার পুগলিয়া, বিশ্বনাথ দেব, রঞ্জন চৌধুরী, গৌতম দেবরায়। লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথের পক্ষ থেকে ছিলেন লিও সভাপতি মনোজিৎ ধর, বিশ্বরূপ দেব, শ্রীনাথ বণিক, আয়ুষ বণিক, অভিজিৎ চৌধুরী, আব্দুল ওয়াহাব, গৌরব দেবরায়। লায়ন্স ক্লাব অব ফ্রন্টলাইন-এর পক্ষ থেকে ছিলেন মুনমুন নাথ, রূপক ঘোষ, অসিত নাগ, জয়দীপ মজুমদার, পার্থ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *