নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): গত টোকিও অলিম্পিকে জ্যাভলিনে তিনি সোনা জিতেছিলেন। এবার প্যারিসে পারলেন না। প্রতিবেশী দেশ পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে হেরে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। তবে নিজের এই পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন ভারতের এই কিংবদন্তি অ্যাথলিট।নীরজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখানে দেখা গেছে, প্যারিস অলিম্পিকে নিজের পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন নীরজ। হিন্দিতে নীরজ বলেছেন, ‘সবার জন্য কিছু বলতে চাই। দু:খিত, গতবারের মতো এবারও জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। যা ভেবেছিলাম তা হয়নি।’ সেই সঙ্গে ভিডিওতে নীরজ আরও বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করে দেশের জন্য একটা পদক জিতেছি। দেশের পতাকাসহ ট্র্যাক, এটি এক ভিন্ন অনুভূতি।’
2024-08-11
