নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দেশপ্রেমের চেতনা নিয়ে ৯ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হয়েছে “হর ঘর তিরঙ্গা অভিযান”। এই অভিযান চলবে আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস পর্যন্ত। “হর ঘর তিরঙ্গা” অভিযানের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইলের ছবির বদলে তিরঙ্গা রেখেছেন, সমগ্র দেশবাসীকেও এমনটা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর এই আহ্বানে ব্যাপক সাড়া মিলেছে, হর ঘর তিরঙ্গা অভিযানে বিশেষ উদ্দীপনাও দেখা যাচ্ছে দেশজুড়ে। বহু মানুষ নিজেদের সামাজিক মাধ্যমের প্রোফাইল ছবি বদলে তিরঙ্গা করেছেন। বলাই যেতে পারে, ”হর ঘর তিরঙ্গা অভিযান” এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। অনেক মানুষ নিজেদের বাড়িতেও ইতিমধ্যেই তিরঙ্গা উত্তোলন করেছেন।
2024-08-10