ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ আগস্ট:
বুধবার বিকেল বেলা কৈলাসহর থানার সামনে কৈলাসহর ট্রাফিক ইনচার্জের হাতে আটক ২ বাংলাদেশী যুবক। ঘটনার বিবরণে জানা যায়,  বুধবার বিকেলবেলা কৈলাসহর থানার সামনে দুইজন বাংলাদেশী যুবক ঘুরাফেরা করছিল।  কৈলাসহর ট্রাফিক ইনচার্জ বিক্রম দাস তাদেরকে দেখতে পায় এবং উনার সন্দেহ জাগলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায় ওরা বাংলাদেশী।

এরপর তিনি ওই দুই বাংলাদেশী যুবককে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। বর্তমানে তারা কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। ওরা সংবাদমাধ্যমকে জানায় বিগত কয়েকদিন পূর্বে দালাল মারফত কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতার অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। কিন্তু পরবর্তী সময় ওরা কোন কাজ না পাওয়ার কারণে হন্যে হয়ে ঘোরাফেরা করছিল।

তবে ওরা ভারতের কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।  ওই দুই বাংলাদেশি যুবকের নাম হল মোহাম্মদ হাসিফুল গাজী ও হাসিফ ফকির।