কল্যাণ সমিতির মৌচাক জয়
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের সারণীতে অব্যাহত কল্যাণ সমিতি। মৌচাক ব্যর্থ হয়েছে জয়ের হ্যাটট্রিক পেতে। ঘরোয়া বি-ডিভিশন লিগে কল্যান সমিতির কাছে পরাজিত হয়ে লিগ থেকে ছিটকে গেলো মৌচাক ক্লাব। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে লিগে সাফল্যের সারণীতে টিকে থাকার লড়াইয়ে খেলতে নামে মৌচাক ক্লাব ও কল্যান সমিতি। ম্যাচটি ৫-২ গোলের ব্যবধানে জয় লাভ করে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে এগিয়ে গেলো কল্যান সমিতি। লিগে কল্যান সমিতি ৬ ম্যাচে ৫ টি জয় লাভ করে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এলো। লিগের শেষ ম্যাচে ১১ আগষ্ট কল্যান সমিতি খেলতে নামবে শক্তি শালি দল স্কাইলার্কের বিরুদ্ধে। স্কাইলার্ক লিগে এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৫ টি তেই অপরাজিত থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট তালিকার উপর ভিওি করে ১১ আগষ্ট ম্যাচটি হবে স্কাইলার্ক ও কল্যান সমিতির মধ্যে শিরোপা দখলের নির্নায়ক ম্যাচ। আজকের খেলায় বিজয়ী দল প্রথমার্ধে এক দুই গোলে পিছিয়ে ছিল। বিজয়ী কল্যাণ সমিতির পক্ষে সুয়াম হুইপান হালাম এবং অবর্ণহরি জমাতিয়া দুটি করে এবং জন জমাতিয়া একটি গোল করে। প্রথমার্ধে মৌচাকের মনীষ দেববর্মা ও রোদিন পুইয়া দুটি গোল করলেও দ্বিতীয়ার্ধে অনেকটা ছন্নছাড়া খেলে গোল হজম করতে বাধ্য হয়। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজিত মৌচাকের সান্তাজয় রেমাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী।
পয়েন্ট তালিকা : বি ডিভিশন লীগ ফুটবল
দল ম্যাচ জয় পরা: ড্র গোল পয়েন্ট
কল্যাণ সমিতি ৬ ৫ ১ ০ ৩১-১১ ১৫
স্কাইলার্ক ৫ ৪ ০ ১ ১৩-৫ ১৩
পুলিশ আর সি ৬ ৩ ২ ১ ১৪-৯ ১০
স্পোর্টস স্কুল ৫ ৩ ২ ০ ১৩-৯ ০৯
মৌচাক ৬ ২ ০ ৪ ১০-১০ ০৯
বীরেন্দ্র ক্লাব ৫ ১ ৩ ১ ১০-১৭ ০৪
আরসিসি ৫ ০ ৩ ২ ২-১৪ ০২
নবোদয় সংঘ ৬ ০ ৬ ০ ৮-২৬ ০০