আগরতলা, ৬ আগস্ট: বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতীয় বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। ফলে আজ সকাল থেকে আখাউড়া স্হলবন্দর দিয়ে বহু ভারতীয় নাগরিক দেশে ফিরলেন।
আগত এক ভারতীয় নাগরিক জানিয়েছেন, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশের রাস্তাঘাটে সেনাবাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে দাবি করছেন। তাছাড়া, আসা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনরকম অসুবিধা হয়নি বলে দাবি করেন তাঁরা।
এক ভারতীয় নাগরিক বলেন, বাংলাদেশের চলমান অস্থিরতা কারণে ভারতীয় বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে। তাই তাঁরা দেশে ফিরলেন। যখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে এবং পুনরায় প্রকল্প চালু হবে তখন বাংলাদেশে ফিরে যাবেন।

