মুজাফফর আহমেদের ১০৬ তম জন্মবার্ষিকী উদযাপিত 

আগরতলা, ৫ আগস্ট: একজন ভারতীয় – বাঙালি রাজনীতিবিদ, সাংবাদিক এবং ভারতের কমিউনিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ। আজ তাঁর ১০৬ তম জন্মবার্ষিকী।  যথাযথ মর্যাদায় সিপিআইএম সদর দপ্তরে পালন করা হয়েছে। এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ বাম নেতৃত্বরা। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে উনার জীবনের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, ১৮৪৯ খ্রিস্টাব্দের  ৫ ই আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম জেলায় মুজাফফর আহমেদ জন্মদিন করেছিলেন। আজ তাঁর ১০৬ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একজন ভারতীয় – বাঙালি রাজনীতিবিদ, সাংবাদিক এবং ভারতের কমিউনিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা। 

তাছাড়া শ্রী আহমেদ ভারতের কমিউনিস্ট পার্টির  অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯২২ সালে কলকাতায় ভারত সাম্যতন্ত্র সমিতি গঠিত হয় যার সেক্রেটারি ছিলেন তিনি। ১৯২৪ খ্রিস্টাব্দে এসএ ডাঙ্গে , নলিনী গুপ্তা এবং শওকত উসমানীর সাথে কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার কারণে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯২৫ খ্রিস্টাব্দে  অসুস্থতার কারণে তিনি মুক্তি পান।  ১৯২৫ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার এবং অন্যান্যদের সাথে বাংলায় লেবার স্বরাজ পার্টি সংগঠিত করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *