আগরতলা, ২ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে ফের অনুপ্রবেশ রুখতে সক্ষম হলো বিএসএফ। টিলাবাজার বিওপি এলাকার কাঁটাতারের বেড়ার সামনে থেকে ১৫- ২০ জন অবৈধ অনুপ্রবেশকারীর গতিবেধি লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা। তাদের থামার জন্য বিএসএফ জওয়ানরা নির্দেশ দিলে অনুপ্রবেশকারীরা তা মানতে নারাজ। জোরপূর্বক সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করে তারা। তাদের রুখতে জওয়ানরা প্রথমে গ্রেনেড ছুঁড়ে, পরে অনুপ্রবেশকারীরা জওয়ানদের উপর আক্রমণ চালালে বিএসএফ এক রাউন্ডগুলি ছুঁড়ে। এতে অনুপ্রবেশকারীরা পুনরায় বাংলাদেশী ভূখণ্ডে ফিরে যায়। ঘটনায় একটি দা এবং ছুরি উদ্ধার হয়েছে।
শুক্রবারেই সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সোনামুড়া বিওপি এলাকায় পাচারকারীদের রুখে গাঁজা বাজার বন্ধে সমর্থ্য হয় বিএসএফ জওয়ান। পাচারকারীরা বিএসএফের গতিবিধি লক্ষ্য করে তাদের উপর আক্রমণ চালালে প্রাণ রক্ষার্থে বিএসএফ জওয়ানরা দুই রাউন্ড গুলি চালায়। এতে পাচারকারীরা বাংলাদেশের দিকে ফিরে যায়। তল্লাশিতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে বিএসএফ।