প্রয়াত সাংবাদিকদের পরিবারের একজনকে চাকুরি এবং আর্থিক সাহায্য প্রদানের দাবি জানালো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট: প্রয়াত সাংবাদিক এবং তাঁদের পরিবারের চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নিকট বিশেষ দাবি জানালো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। 

মুখ্যমন্ত্রীকে চিঠিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার লিখেছেন, গত এক বছরে রাজ্যের বেশ কয়েকজন কর্মরত সাংবাদিক বিভিন্ন রোগে ও দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোনামুড়ার সাংবাদিক আব্দুল সাত্তার, খোয়াইয়ের সাংবাদিক মানষ ভট্টাচার্য, চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া, সাংবাদিক কনাদ মোদক, দুলাল চক্রবর্তী, পার্থ সেনগুপ্ত, সমরেশ রাহা প্রমূখ। এছাড়াও অতীতে প্রয়াত হয়েছেন আরো বেশ কয়েকজন সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। 

তাঁর আক্ষেপ, প্রয়াত সাংবাদিক, চিত্র সাংবাদিকদের বেশিরভাগ পরিবার পরিজনদের কোন ধরনের আয়ের উৎস নেই। তাঁদের পরিবার অর্ধাহার, অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। প্রয়াত সাংবাদিকদের ছেলেমেযেদের পড়াশোনা প্রায় বন্ধ হবার পথে। এই অবস্থায় সরকারিভাবে তথ্য অনুসন্ধান করে অতীতে এবং সাম্প্রতিককালে যে সমস্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা প্রয়াত হয়েছেন এবং যাঁদের পরিবারের ন্যূনতম আয়ের উৎস নেই সেই সব পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান এবং আর্থিক সাহায্য করার অনুরোধ জানিয়েছেন প্রণব সরকার। 

প্রয়াত সাংবাদিকদের পরিবারের চিন্তায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে, চিঠিতে লিখেছেন তিনি।