আগরতলা, ৩১ জুলাই: বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল আগরতলার প্রধান ডাকঘর। বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকাই আগুন লেগে যায়। দমকলকর্মীরা ঘটনাস্হলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই ঘটনায় গোটা পোস্ট অফিস এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়েছিল।
জানা গিয়েছে, প্রধান ডাকঘরের ভেতরে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা আগুনের লেগে যায়। ফলে ট্রান্সফরমারটি ফেটে আগুন ছড়িয়ে পড়ে। ওইএলাকার লোকজন সহ ডাকঘরের কর্মীরা আগুন লাগার দৃশ্য হঠাৎ দেখতে পায়। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠিয়েছেন তাঁরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।