দিল্লিতে পড়ুয়া মৃত্যু, নিকাশি ও বেসমেন্ট উভয়কেই দুষলেন মন্ত্রী অতিশী

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লির কোচিং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায়  নিকাশি ব্যবস্থা ও বেসমেন্ট উভয়কেই দুষলেন মন্ত্রী অতিশী। তিনি এদিন বলেন, “অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট এসেছে এবং এমসিডি-র তরফেও একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ কোচিং সেন্টারের ঘটনায় যে ২টি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে এসেছে, তা হল, ওই এলাকায় জল জমার কারণ ড্রেন। ড্রেন দখল করে তার উপর কোচিং সেন্টার চলায় ড্রেন পরিষ্কার ছিল না, ফলে জল নামছিল না। আর যেভাবে কোচিং সেন্টারগুলো বেসমেন্টে ক্লাস চালাচ্ছিল এবং লাইব্রেরি ছিল, তা পুরোপুরি অবৈধ। যে ইঞ্জিনিয়ার সেখানকার ড্রেনের জন্য দায়ী, ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যেই আসবে এবং যারা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের উপর যে সমস্ত কোচিং সেন্টার চলছে, সেই সব অবৈধ দখলকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে  দেওয়া হবে।

উল্লেখ্য, দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বুধবার সকালেও বিক্ষোভ প্রদর্শন করলেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। এক ছাত্রী জানিয়েছেন, “আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আন্দোলন করছি। তবে, এমন কিছু বিষয় রয়েছে যার সমাধানের জন্য আমরা আশাবাদী। আমরা ক্রমাগত দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছি এবং আমরা একটি ফলপ্রসূ ফলাফলের আশা করছি। আমরা আমাদের দাবিতে কিছু পরিবর্তন আনব, কারণ মনে হচ্ছে সেগুলির কিছু পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।”