যাচ্ছিলেন ওয়ানাডে, দুর্ঘটনার কবলে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের গাড়ি

ওয়ানাড, ৩১ জুলাই (হি.স.): ভূমিধসের জেরে বিপর্যস্ত ওয়ানাড জেলায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের গাড়ি। বুধবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ একটি স্কুটারকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের পোস্টে ধাক্কা মারে বীনা জর্জের গাড়ি। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর আঘাত গুরুতর নয়।ওয়ানাডে যাওয়ার সময় বুধবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মাঞ্জেরির চেত্তিয়াঙ্গাদিতে একটি বৈদ্যুতিক পোস্টে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। স্কুটার আরোহীদের বাঁচাতে গিয়ে মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুটার আরোহীদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।