আগরতলা, ৩১ জুলাই: রাজ্যের স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বাম দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ।
এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেওয়া পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা ভুগছে। কিন্তু সমস্যা নিরসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। তাই এসএফআই এবং টিএসইউ-এর তরফ থেকে পাঁচ দফা দাবি জানিয়েছে।
দাবিগুলো হল, সরকারী স্কুল বন্ধ করা যাবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজোতি প্রকল্প বাতিল করা, স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, সরকারী ও বেসরকারী উভয়ক্ষেত্রে পড়াশোনা খরচ কম করা এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে।

