অত্যন্ত দ্রুত গতিতে দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): অত্যন্ত দ্রুত গতিতে দেশে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে, বুধবার লোকসভায় এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির এক প্রশ্নের উত্তরে, বুধবার লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রথম ২১ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলেছে, যা সমুদ্রের ৩০ মিটার তলা দিয়ে যাবে। প্রকল্পে ৩২০ কিলোমিটার অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বুলেট ট্রেনের ক্ষেত্রে আমরা সমস্ত প্রযুক্তি বোঝার পর, তা আত্মসাৎ করার পর  এবং ভারতে তা বিকাশ করা যায়, তাতেই মনোনিবেশ করা হচ্ছে।