নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
টেট পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির কাছে দাবি জানালেন বি এড উত্তীর্ণ বেকার ছাত্র-ছাত্রীরা। এক বছরেরও বেশি সময় ধরে রাজ্যে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। তাতে টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ ধারণ করেছে। চাকুরী পাওয়া নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
উদ্ভূত পরিস্থিতিতে টেট উত্তীর্ণ চাকুরী প্রত্যাশী বেকার যুবক যুবতীরা মঙ্গলবার শিক্ষাভবনে টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে টেট পরীক্ষা গ্রহণ করার দাবী জানায়। এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নাকি চাকরি প্রত্যাশী বেকারদের জানিয়েছেন সরকারের কাছে এ ব্যাপারে কর্তৃপক্ষের তরফে একাধিকবার বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কারণে নাকি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পর পর যাতে টেট পরীক্ষা গ্রহণ করা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পক্ষের কাছে চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা জোরালো দাবি জানিয়েছেন।
________
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত তিন
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ জুলাই:
ভয়াবহ সড়ক দুর্ঘটনা। খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক,আহত তিন। ঘটনা চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে।
ভোরের আলো ফুটতে না ফুটতেই আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল। কয়লা পরিবাহী খালি ডাম্পার ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক,আহত তিনজন। আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলেই শিলচর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটির সামনা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। এদিকে স্থানীয়দের সহযোগিতায় ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী, ট্রাক গাড়ির চালক মুক্তাদুর হোসেন ও ট্রাক গাড়ির সহ চালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত আহতদের চিকিৎসা শুরু করেন।
অপরদিকে দুমড়েমুচড়ে যাওয়া ডাম্পার গাড়ির ভেতরে সহ চালক সাজুল ইসলাম আটকে পড়ে। জেসিবি এনে দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়েমুচড়ে যাওয়া ডাম্পারের ভেতর থেকে প্রায় দেড় ঘণ্টা পর আহত সহ চালককে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহ চালক সাজুল ইসলামের মৃত্যু হয়।

