অসমের শদিয়া থেকে ১২ বছরের বালককে অপহরণের অভিযোগে অরুণাচল প্রদেশে গ্রেফতার দুই

ইটানগর (অরুণাচল), তিনসুকিয়া (অসম) ৩০ জুলাই (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়া থেকে ১২ বছরের এক বালককে অপহরণের অভিযোগে অরুণাচল প্রদেশে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারকৃত দুজনেই অরুণাচল প্রদেশের স্থানীয় (অরুণাচলি) বাসিন্দা নাজুসো তামাই এবং গোবিন তামাং বলে পরিচয় পাওয়া গেছে। উভয়েই নাকি একাধিক অপরাধের সাথে জড়িত। এরা জাত-ক্রিমিন্যাল, জানিয়েছেন তেজু থানা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত গত ২২ জুলাই স্কুল থেকে ফেরার পথে শদিয়ার চুনপোরা উদয়পুর গ্রামের জনৈক নরবাহাদুর ছেত্রীর ১২ বছরের ছেলে রোহিত বাহাদুর ছেত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তার মুক্তিপণ বাবদ ২৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। পরিবারের সদস্যদের ফোন করে দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল, দাবিকৃত ২৫ লক্ষ টাকা না দিলে তাদের ছেলেকে হত্যা করা হবে।

ঘটনার পর রোহিত বাহাদুর ছেত্রীর বাবা এবং গ্রামের মানুষ সম্মিলতভাবে শদিয়া পুলিশের দ্বারস্থ হন। তাঁরা অক্ষত অবস্থায় রোহিতকে উদ্ধারের আর্জি জানান। আর্জি জানানো হয় অসমের পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিংকেও। ডিজিপির নির্দেশে তিনসুকিয়ার পুলিশ সুপার অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

অবশেষে শদিয়া আঞ্চলিক গোর্খা ছাত্র ইউনিয়নের সহযোগিতায় অরুণাচল প্রদেশের তেজু থানার পুলিশ রোহিত বাহাদুর ছেত্রীকে উদ্ধার করতে অভিযানে নামে। যৌথ অভিযানে তেজুর একটি জঙ্গল থেকে নাজুসো তামাই এবং গোবিন তামাংকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও পুলিশ অপহৃত রোহিত বাহাদুরের সন্ধান পায়নি। ধৃত দুই সন্দেহভাজন অপহরকারীকে টানা জেরা করে রোহিতের অবস্থান সম্পর্কে জানতে প্রচেষ্টা চালিয়েছে তেজু পুলিশ।