ওয়ানাড-সহ কেরলের ৪ জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, পূর্বাভাস আইএমডি-র

তিরুবনন্তপুরম, ৩০ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল। প্রাকৃতিক দুর্যোগে কেরলের ওয়ানাডে বহু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেই ফের নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি হল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলের কোঝিকোড়, মলপ্পুরম, ওয়ানাড এবং কাসারাগড় এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে, এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর, পালাক্কাডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।