ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডে লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি (শিবাজী মহারাজ টার্মিনাস) এক্সপ্রেস। ভারতীয় রেল জানিয়েছে, ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান পশ্চিম আউটার এবং বারাবাম্বুর মাঝে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, আহত যাত্রীদের প্রাথমিক খরচের জন্য তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসাবে সর্বাধিক ৫০,০০০ টাকা নগদে দেওয়া হবে। আর মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেল মন্ত্রকের তরফে