আগরতলা, ৩০ জুলাই: রাজ্যের বিভিন্ন কলেজে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়া সহ ৫ দফা দাবিতে সরব হয়েছে এনএসইউআই। আজ রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অতিরিক্ত অধিকর্তার কাছে ডেপুটেশনে প্রদান করা হয়েছে।
কংগ্রেস নেতা আমির হোসেন জানিয়েছেন,রাজ্যের সবকটি কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। কিন্তু বিভিন্ন কলেজগুলোতে ভর্তি নিয়ে চলছে তালবাহানা। রাজ্যের অনেক ছাত্র ছাত্রীরা কলেজে ভর্তি হতে পাচ্ছে না।তাই আজ রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনে উচ্চশিক্ষা অতিরিক্ত অধিকর্তার কাছে এনএসইউআই-এর পক্ষ থেকে ডেপুটেশনে প্রদান করা হয়েছে।
সংগঠনের দাবি,অতিসত্বর ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ প্রদান করা, কলেজ কম্পাসে চাঁদাবাজি পরিবেশ মুক্ত করা সহ ৫ দফা দাবি জানিয়েছে।

