পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে সড়ক অবরোধ প্রমীলা বাহিনীর

আগরতলা, ২৯ জুলাই: পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে মেলাঘর-বিশ্রামগঞ্জ সড়ক অবরোধ অবরোধ করেন প্রমীলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে জন দুর্ভোগ চরম আকার ধারণ করে।

এলাকাবাসীর অভিযোগ, পদ্মনগর এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ অবৈজ্ঞানিক পদ্ধতিতে পোল্ট্রি ফার্ম খুলেছেন। তাতে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এর আগেও পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে সরব হয়েছিলেন প্রমিলা বাহিনী। ওই সময় প্রসাশনেী তরফ থেকে স্বপন দেবনাথকে পোল্ট্রি ফার্ম বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত না করে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ একপ্রকার বাধ্য হয়ে প্রমীলা বাহিনী সড়ক অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে পোল্ট্রি ফার্ম বন্ধ করতে হবে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছে অতিসত্বর ফার্ম বন্ধ করা হবে।