বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ের লক্ষ্যে মাঠে নামলো জোলাইবাড়ীর মন্ডল সভাপতি 

আগরতলা, ২৯ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ের লক্ষ্যে মাঠে নামলো মন্ডল সভাপতি অজয় রিয়াং। উন্নয়নের কর্মধারাকে বজায় রাখতে বাড়ী বাড়ী জনসম্পর্ক অভিযানে নামলো মন্ডল সভাপতি। 

জোলাইবাড়ী মন্ডল সভাপতি অজয় রিয়াং বলেন, তিনি গনতন্ত্রে বিশ্বাসী। তাই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রথেকে ভোটে প্রতিদ্বন্দীতা করার জন্য বিরোধীরা প্রার্থী দেবার সুযোগ পেয়েছে।  বিগত বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দেবার সুযোগ পেতেন না। বর্তমান সময়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে। 

এদিন তিনি আরও বলেন, সোমবার জোলাইবাড়ীর ঠাকুরছড়া এলাকায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে ৮ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩ নংআসনে বিজেপি মনোনিত প্রার্থী শিল্পী নমঃকে বিপুলভোটে জয়যুক্ত করানোর লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে নামেন।  তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদেথেকে লোকজনদের সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন।  সকলে আশাবাদী এই নির্বাচনেও তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভকরে লোকজনের উন্নয়নের স্বার্থে কাজকরেযাবেন। 

তারপর ঠাকুরছড়া এলাকায় জনসম্পর্ক অভিযান শেষে বাইখোড়া আর এফ এলাকায় জেলা পরিষদের ১১ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিখা ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে বেরহয় মন্ডল সভাপতি।