আগরতলা, ২৯ জুলাই: সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠান শেষে মিষ্টি চাওয়ায় সাফাই কর্মীদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে নিগম কর্মীদের বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ আগরতলা টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আনুষ্ঠিক উদ্বোধন হয়েছে। আগরতলা পুর নিগমের তথা বিধায়ক দীপক মজুমদারের হাতে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অনেক সাফাই কর্মী উপস্হিত ছিলেন।
কিন্তু বয়স্কা সাফাই কর্মীদের অভিযোগ, অনেককে মিষ্টির প্যাকেট দেওয়া হয়নি। নিমন্ত্রণ করে ডেকে নিয়প সাফাই কর্মীদের অপমান করা হয়েছে। তাদের আরও অভিযোগ, সাফাই কর্মীরা মিষ্টি চাইতে গেলে দূর্ব্যবহার করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

