প্যারিস, ২৮ জুলাই (হি.স.): কার্লোস অলকারাজ ও রাফায়েল নাদাল। দুই প্রজন্মের এই সেরা জুটি রবিবার অলিম্পিকে প্রথম রাউন্ডে নেমেছিলেন। তাই এইম্যাচের দিকে নজর ছিল সবার। ভক্তদের প্রত্যাশা তাঁরা পূরণ করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
পুরুষ টেনিসের দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডে নাদাল-অলকারাজ জুটি ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়েছেন আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস জুটিকে। ডাবলসে ২০১৬ রিও অলিম্পিকে মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে সোনা জিতেছিলেন নাদাল।

