আগরতলা, ২৭ জুলাই: বৃক্ষরোপণ কেন্দ্র করে রাজধানীর রঞ্জিত নগর এলাকার ১৪ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ কর্পোরেটর সহ কর্মকর্তারা।
মেয়র দীপক মজুমদার বলেন শুধু গাছ লাগালেই চলবে না প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। সেজন্যই দেশের প্রধানমন্ত্রী মায়ের নামে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। এর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মেয়র বলেন, আমরা প্রত্যেকেই মাকে যেভাবে ভালোবাসি এবং সেবা যত্ন করি ঠিক সেই ভাবেই মায়ের নামে গাছ লাগানো হলে গাছকেও সেবা যত্ন করা হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। তা করা হলে দেশের প্রধানমন্ত্রীর প্রত্যাশা সফল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আগরতলা পুর ণিগমের প্রতিটি ওয়ার্ড সহ রাজ্যের সর্বত্রই বৃক্ষ রোপনে সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র। তিনি বলেন বনজ সম্পদ ক্রমাগত ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং অক্সিজেনের যোগান নিশ্চিত করতে অধিক সংখ্যায় গাছ লাগানো খুবই জরুরী বলে অধীনে উল্লেখ করেন।

