নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
সামনেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যব্যাপী নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে নেমেছে। এর মধ্যেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র দাখিল এবং গতকাল প্রত্যাহারের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের বেশিরভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।
গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩৭০ টি আসন রয়েছে। তার মধ্যে ৪৫৫০ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ১৮২০ আসনে গ্রাম পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সিপিআইএম এবং কংগ্রেস দল। সাথে অন্যান্য দল ও নির্দল রয়েছে। এদিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলার দুর্গা চৌমুহনী ব্লক, পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলা ব্লক এবং জিরানিয়া ব্লক, সিপাহীজলা জেলার নলছড় ব্লক, বক্সনগর ব্লক, গোমতি জেলার তেপানিয়া ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি দল।
একইভাবে পঞ্চায়েত সমিতি নির্বাচনে মোট আসন রয়েছে ৪২৩টি। তার মধ্যে ২৩৫ টি আসনেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। অর্থাৎ ১৮৮ টি আসনে এবারের পঞ্চায়েত সমিতি নির্বাচনে লড়াই অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত সমিতি নির্বাচনে ধলাই জেলার দুর্গা চৌমুহনী ব্লক, খোয়াই জেলার কল্যাণপুর ব্লক, পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর, বামুটিয়া, ওল্ড আগরতলা, ডুকলি, জিরানিয়া ব্লক, সিপাহীজলা জেলার নলছড়, চরিলাম, বক্সনগর, গোমতি জেলার তেপানিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জেলার পোয়াংবাড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে মোট আসন সংখ্যা ১১৬। তারমধ্যে ২০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ ২০ টি আসনে জিলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।
তাতে দেখা যাচ্ছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ আসনেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ফলে এই নির্বাচনে শাসক দল এগিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। এবারে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সেসব আসনের মধ্যে কয়টি আসন ছিনিয়ে নিতে পারে বিরোধীরা সেটাই দেখার।

