আরএসএস ও সঙ্ঘের প্রতিটি কর্মী সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় যত্নশীল : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): আরএসএস ও সঙ্ঘের প্রতিটি কর্মী সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় যত্ন নেয়। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “বিরোধীরা শুধুমাত্র তোষণের রাজনীতিতে আগ্রহী। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তাঁদের আলাদা মানদণ্ড রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাঁদের মনোভাব খুবই নেতিবাচক। আমি মনে করি আরএসএস এবং সঙ্ঘের প্রতিটি কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের জন্য যত্নশীল।”পীযূষ গোয়েল আরও বলেছেন, “যে কেউ এই সংগঠনের অংশ হতে চায়, আমরা তা স্বাগত জানাই। সঙ্ঘ কোনও ভাবেই পরিষেবা বিধি লঙ্ঘন করে না, রাজনৈতিক কারণে, কংগ্রেস দল ভুল নিষেধাজ্ঞা জারি করেছিল, আমরা সেই ভুল সংশোধন করেছি।” উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কার্যক্রমে সরকারি কর্মীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ১৯৬৬ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনসন সংক্রান্ত দফতরের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়েছে।এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে খুশি ব্যক্ত করেছেন পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজনৈতিক কারণে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে – সেই নির্দেশ বাতিল করা স্বাগতযোগ্য। আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক এবং এই জাতীয় সামাজিক সংগঠনগুলির প্রতি কংগ্রেস দলের নেতিবাচক চিন্তাভাবনা, কংগ্রেস দলের মনোভাব দেশবিরোধী এবং দেশপ্রেমবিরোধী। ভারতে এই ধরনের আদর্শের কোনও স্থান নেই। আরএসএস, যা একটি দেশপ্রেমিক সংগঠন, যেটি একটি সাংস্কৃতিক সংস্থা যার প্রতিটি কর্মী দেশপ্রেমে পরিপূর্ণ – যদি কোনও ব্যক্তি সেই সংস্থার অংশ হয়ে ওঠে, তবে তাদের স্বাগত জানানো উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই, যারা সবাইকে আরএসএসের অংশ হওয়ার জন্য শিথিলতা দিয়েছেন।”