নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ের দুই ছাত্র অসামান্য সাফল্য আনলো। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র, সৌরজিৎ কর্মকার এবং সুরজ চক্রবর্তী, শিলচর অঞ্চলের ৫৩ তম আঞ্চলিক ক্রীড়া সভায় তাদের অসামান্য মেধা পরিদর্শন করেছে। অনূর্ধ্ব- ১৯ টেবিল টেনিসের জাতীয় স্তরে স্থান পেয়েছে এই দুই ছাত্র। তারা আগামী মাসে কেভিএস জাতীয় স্তরে অংশগ্রহণ করবে।
বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মীনা জানান, ঐক্যবদ্ধভাবে যেকোনো কাজে সাফল্য অর্জন করা যায়। কেভিএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক প্রত্যেকেই ঐক্যবদ্ধ ভাবে এই ছাত্রদের সাফল্য অর্জনে সাহায্য করেছেন। ছাত্রদের সাফল্যে খুশি গোটা বিদ্যালয়ে চত্বর গোটা বিদ্যালয়ে চত্বর।

