আধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে দুর্গা চৌমুহনী বাজারকে : মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে জানালেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার । রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনি সিপিআইএম প্রার্থী থেকে প্রায় ১৮ হাজারের উপরে ভোটে জয়লাভ করেন। তারপর থেকেই বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন বাজার কমিটি থেকে উনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে  রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সম্বর্ধনা প্রদান করা হয়।  এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মিহির সরকার, বাজার কমিটির সভাপতি রতন শীল, সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,  এই বাজারের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে পুর নিগম। দুর্গা চৌমুহণি বাজারকেও অনুরূপ বাজার হিসেবে তৈরি করা হবে। সেই প্রচেষ্টায় বাজার ব্যবসায়ী সমিতিসহ বাজার প্রতিটি ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন তিনি। দুর্গা চৌমুহনী বাজারে যারা পুরসভার কোন বৈধ কাগজ ছাড়া যত্রতত্ত বসে আছে তাদের ব্যাপারে চিন্তাভাবনার পরামর্শ দেন বাজার কমিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *