আগরতলা, ২০ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া দুটি বাইক সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।
ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গত জুন মাসের ১৫ তারিখ বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গোপন সংবাদের ভিত্তি খবর আসে একজন ব্যক্তি অফিস লেনে বাইক চুরি পরিকল্পনা করছে। সেই খবরের ভিত্তিতে অবশেষে গতকাল অফিস লেনস্হিত এলাকা চোর আসামাত্র তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।
এদিন তিনি আরও বলেন, ধৃত জিরানিয়া বাসিন্দা সমীর মল্লিক। আগের অনেক চুরির সাথে জড়িত সেই ব্যক্তি। তাকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।