বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছেন শিক্ষার্থীরা, শ্রীমন্তপুর আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 

রেশমী দেবনাথ

আগরতলা, ২০ জুলাই: বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত অস্থিরতা, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভারতীয় শিক্ষার্থীদের যথাসম্ভব দ্রুততম উপায়ে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়ার মাধ্যমে ভারতে ফিরে এসেছেন।  সোনামুড়ায় মোতায়েন  বিএসএফের ৮১ ব্যাটেলিয়নের  তরফে এই  ছাত্র ছাত্রীদের সর্বক্ষেত্রে সহায়তা করছে। 

কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথভাবে স্বাগত জানানো হয়েছে। পাশাপশি পরিবহন  ব্যবস্থার ক্ষেত্রেও তাদের যথাযথ সাহায্য করা হয়েছে। 

এদিন দুপুর ১টা পর্যন্ত ২০জন শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ শিক্ষার্থীর বেশিরভাগই মেডিকেলের শিক্ষার্থী এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ছিল। এই ছাত্র-ছাত্রীদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ও আসামের।  কমান্ডিং অফিসার রাকেশ সিনহা, প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস আইজি বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ত্রিপুরার নির্দেশে এই ছাত্রদের মসৃণ স্থানান্তর পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *