বজালিতে বিপুল পরিমাণের অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত

বরপেটা (অসম), ২০ জুলাই (হি.স.) : বরপেটা জেলার অন্তর্গত বজালিতে বিপুল পরিমাণের অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত করেছেন জেলার আবগারি দফতরের আধিকারিকরা।

আজ শনিবার বজালির ভবানীপুরে আবগারি দফতর এক অভিযান চালিয়েছে। অভিযানে দীৰ্ঘদিন ধরে চলমান অবৈধ বিলাতি মদের ব্যবসা উৎখাত করা হয়েছে। এদিন ভবানীপুর চকে অবস্থিত এইচডি ফ্যামিলি ধাবায় আবগারি কর্তারা অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছেন চোরাচালানের জন্য মজুত বিলাতি মদের বেশ কয়েকটি কার্টুন।

সামনে ফেমিলি রেস্টুরেন্টের সাইনবোর্ড টাঙিয়ে পেছনে অবৈধ মদের ব্যবসায়ী জনৈক দিগন্ত কলিতাকে গ্রেফতার করা হয়েছে। দিগন্ত কলিতাকে জেলা আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।