লখিমপুর (অসম), ২০ জুলাই (হি.স.) : লখিমপুর জেলায় এখনও অব্যাহত নকল সোনার কারবার। নকল সোনা কারবারের তথ্য পেয়ে জেলার বঙালমরা ফাঁড়ি পুলিশ এক অভিযান চালিয়ে বমাল একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বঙালমরা ফাঁড়ির ইনচার্জ বকুল গগৈয়ের নেতৃত্বে পুলিশের এক দল শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে নকল সোনা পাচারকারী ২ নম্বর সোনাপুরের বাসিন্দা জনৈক আব্দুল কালামের বছর ৪৫-এর ছেলে তৈয়বুর রহমানকে আটক করেছে। যাত্ৰীবাহী চার চাকার মাহিন্দ্ৰ সুপ্ৰোর গতিরোধ করে তৈয়বুরের হেফাজত থেকে চারটি নকল সোনার নৌকা বাজেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল।
বঙালমরা ফাঁড়ির ইনচার্জ বকুল গগৈ জানান, তৈয়বুর রহমানকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদে আরও নকল সোনার কারবারি তথা পাচারকারীর সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।