আগরতলা, ১৯ জুলাই: চিনি পাচারকালে বিএসএফের গুলিতে আহত হয়েছে দুই বাংলাদেশী পাচারকারী। বর্তমানে তারা বাংলাদেশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বিএসএফের তরফ থেকে বিবৃতিতে জারি একথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল বক্সনগর এলাকায় বিএসএফ চিনি পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে। বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে তারা আক্রমণ করার চেষ্টা করে। তখন আত্মরক্ষায় অপ্রাণঘাতী অস্ত্র বিএসএফ। তাতে দুই পাচারকারী আহত হয়েছেন। ওই সময় বিপুল পরিমাণ চিনি ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে, ওই দুই বাংলাদেশী চোরাচালানকারী বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

